
◼️ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের (IUCC) ২০২৫-২৬ অর্থবছরের সভাপতি হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম (রফিক) এবং সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী চৌধুরী আবু খালেদ মো. ইমরানকে মনোনীত করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ক্লাবের উপদেষ্টা মণ্ডলী এবং প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও মো. রায়হান উদ্দিন ফকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সাধারণ সম্পাদক ইমরান বলেন, “সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। নিঃসন্দেহে এটি আমার জন্য গর্বের ও দায়িত্বপূর্ণ একটি মুহূর্ত। আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং ক্লাবের সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “আমাদের ক্রিকেট ক্লাব কেবল একটি খেলার প্ল্যাটফর্ম নয়—এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও স্বাস্থ্যচর্চার অন্যতম কেন্দ্র। কাঠামোগত ও সাংগঠনিক দিক শক্তিশালী করাসহ আন্তঃবিভাগীয়, আন্তঃবিশ্ববিদ্যালয় এবং অন্যান্য টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই, কোনো মেধাবী খেলোয়াড় যেন সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে। ক্লাবের অগ্রগতিতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
নতুন সভাপতি রফিক বলেন, “প্রথমেই উপদেষ্টা মণ্ডলী, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাই আমাকে দায়িত্ব দেওয়ার জন্য। ক্রিকেট আমার আবেগের জায়গা। ছাত্রসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
তিনি বলেন, “ইবির ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করতে আমরা নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করব। মাঠে শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখতে কাজ করব। আন্তঃবিভাগীয় টুর্নামেন্টগুলো যাতে প্রতিবছর নিয়মিতভাবে ক্রীড়া বিভাগ আয়োজন করতে পারে, সেজন্য IUCC সবধরনের সহযোগিতা করবে।”
প্রতিবেদকের নাম 























