
জুয়েল রানা–রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।শনিবার(১৮ অক্টোবর) বিকেলে উপজেলার জঙ্গল ইউনিয়নের বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রতন লস্কর ও প্রচার সম্পাদক শাওনের নেতৃত্বে এই প্রচারণা পরিচালিত হয়। এতে অংশ নেন রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মিলন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির, কলেজ ছাত্রদলের সভাপতি রাহাত শেখ, সাংগঠনিক সম্পাদক সুপ্তি ও প্রচার সম্পাদক ইমন শেখ।
এছাড়া মীর মোশারফ কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিফাজ শেখসহ ইউনিয়ন ও উপজেলা ছাত্রদলের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণের সময় ছাত্রদল নেতারা জনসাধারণের হাতে হাতে তারেক রহমানের ৩১ দফা তুলে দেন এবং নীতিমালা বাস্তবায়নের আহ্বান জানান।
তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা হলো একটি দিকনির্দেশনা। এই দফাগুলো বাস্তবায়ন করতে হলে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
লিফলেট বিতরণের সময় পুরো এলাকা জুড়ে ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান মুখরিত হয়— “ধানের শীষে ভোট দিন, হারুন ভাইয়ের সালাম নিন।”
ছাত্রদল নেতারা জানান, এই প্রচারণা আগামী দিনগুলোতেও উপজেলার প্রতিটি ইউনিয়নে চলবে। তাদের লক্ষ্য— সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া এবং ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠন।
জুয়েল রানা–রাজবাড়ি 


















